ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় ডোজের ৬ মাস পরও মডার্নার টিকা ৯৩ শতাংশ কার্যকর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৬ আগস্ট ২০২১

মডার্নার কোভিড ১৯ ভ্যাকসিন অন্তত ৬ মাস ধরে করোনার বিরুদ্ধে জোরালো সুরক্ষা দেবে এবং ডেল্টা ভেরিয়ান্টের মোকাবিলায় শক্তিশালী এন্টিবডি তৈরিতে নির্দিষ্ট ভেরিয়ান্ট বুস্টার ডোজ পরীক্ষা চলছে।

এই টেস্ট ফেজ ৩ বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মডার্নার দ্বিতীয় ডোজের শেষে ছয় মাসে ৯৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। কোম্পানি তিনটি পৃথক ভেরিয়ান্টের বুস্টার ডোজের ক্লিনিক্যাল টেস্ট সম্পন্ন করেছে। এগুলোর প্রতিটিই মূল করোনভাইরাস স্ট্রেইন এবং ভারতের ডেল্টাসহ উদ্বেগজনক ভেরিয়ান্টের বিরুদ্ধে এই বুস্টার ডোজ উচ্চমাত্রার এন্টিবডি তৈরি করেছে।

মডার্নার সিইও স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের কোভিড ১৯ ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে, তবে স্বীকার করতে হবে ডেল্টা ভেরিয়ান্ট একটি উল্লেখযোগ্য নতুন হুমকি, এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি